ডোমারে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ০৩/০২/২০২৩, ৬:০৪ অপরাহ্ণ /
ডোমারে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

“তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘স্টুডেন্ট ব্লাড ব্যাংক’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩রা ফেব্রুয়ারী) সকাল ১১টায় ডোমার বাটার মোড় থেকে স্টুডেন্ট ব্লাড ব্যাংক সহ বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

স্টুডেন্ট ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. সলেমান ইসলাম বাপ্পির সভাপতিত্বে স্বেচ্ছাসেবী মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, ডোমার উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. রিতু আক্তার, ডোমার লায়ন সংঘের সভাপতি মো. ওমর ফারুক প্রমূখ।

মিলনমেলায় স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে বক্তারা দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পরে, স্বেচ্ছাসেবী কাজে অবদান রাখায় বিভিন্ন সংগঠনকে সনদপত্র প্রদান করা হয়। এছাড়া প্রত্যেক স্বেচ্ছাসেবককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ রিশাদ