নীলফামারীর ডোমার মহিলা ডিগ্রী কলেজে নতুনভাবে ভর্তি হওয়া একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারী) সকালে ডোমার মহিলা ডিগ্রী কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত নবীন বরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এতে সভাপতিত্ব করেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডোমার মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শাহিনুল ইসলাম বাবু, গভর্নিং বডির সদস্য নুরুল ইসলাম বিএসসি, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক মহিউদ্দিন আহমেদ, গভর্নিং বডির সদস্য ও ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, সিনিয়র সহ-সভাপতি ও অত্র কলেজের প্রভাষক আবু ফাত্তাহ্ কামাল পাখি প্রমূখ সহ অত্র কলেজের শিক্ষকবৃন্দ, নবীন-প্রবীণ শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, নিজস্ব মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে ডোমার মহিলা ডিগ্রী কলেজের সুনাম অক্ষুণ্ণ রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়া পড়াশুনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে নিজেকে ও নিজের পরিবারের সাথে দেশ ও জাতির উন্নতি করতে হবে।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :