ডোমারে ‘বই পড়া উৎসব-২০২৩’ এর উদ্বোধন


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ২৬/০১/২০২৩, ৩:০৯ অপরাহ্ণ /
ডোমারে ‘বই পড়া উৎসব-২০২৩’ এর উদ্বোধন

“স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘বই পড়া উৎসব-২০২৩’ এর ছড়া-আবৃত্তি ও বই পড়া প্রতিযোগিতা শুরু হয়েছে আজ।

বৃহস্পতিবার (২৬শে জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় দুইদিন ব্যাপী ডোমারের ঐতিহ্যবাহী শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও ‘বই পড়া উৎসব-২০২৩’ আয়োজন করা হয়। এরই প্রেক্ষিতে আজ শিক্ষার্থীদের অংশগ্রহণে ছড়া-আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন—শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সাধারণ সম্পাদক মো. আনজারুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. রওশন রশীদ, গ্রন্থাগার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, মো. হাফিজুর রহমান মন্ত্রী, মো. মিজানুর রহমান সোহাগ, মো. সাজ্জাদ কিবরিয়া পাপ্পু, সংরক্ষিত নারী সদস্য নাজিরা ফেরদৌসী চৌধুরী প্রমূখ।

এবিষয়ে শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সাধারণ সম্পাদক মো. আনজারুল হক জানান, আমরা প্রতিবছরই বই পড়া প্রতিযোগিতা আয়োজন করি। গত দুবছর করোনা মহামারীর কারণে আয়োজনটি সম্ভব হয়নি। আমরা বিশ্বাস করি, স্মার্ট গ্রন্থাগার করতে পারলেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। আর স্মার্ট গ্রন্থাগার তৈরি করতে বই পড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের বই পড়ে জ্ঞান অর্জনের বিকল্প নেই।

উল্লেখ্য, আগামী ২৮শে জানুয়ারী ডোমার মহিলা ডিগ্রী কলেজ হলরুমে ‘বই পড়া উৎসব-২০২৩’ এর অংশ হিসেবে সববয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণে শ্রেণিভিত্তিক বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পত্রিকা একাত্তর/ রিশাদ