সেবাই পুলিশের ধর্ম ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে কাকচিড়া


উপজেলা প্রতিনিধি, পাথরঘাটা প্রকাশের সময় : ০৫/০১/২০২৩, ৯:০০ অপরাহ্ণ / ৪০
সেবাই পুলিশের ধর্ম ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে কাকচিড়া

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পাথরঘাটার কাকচিড়া বাজারে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে কাকচিড়া বাজারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম।

অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/ তাওহীদুল ইসলাম