মনিরামপুরের মনোহরপুরে খাকুন্দী শুরু হলো ৩ দিন ব্যাপী শ্রী শ্রী পৌষ কালী পূজা উৎসব।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবু কালিপদ মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সিরাজুল ইসলাম ফকির, বাবু ফাল্গুণ মণ্ডল, ভবেন্দ্রনাথ রায়।
আজেনেঃ খাকুন্দী সর্বজনীন পাপী পৌষ কালী পূজা উদযাপন কমিটি।
সার্বিক দিক নির্দেশনায়: বাবু দেবপ্রসাদ সরকার, প্রধান শিক্ষক, শ্যামনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।
এ সময় অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন পূজা উদযাপন কমিটি।
অনুষ্ঠান উদ্বোধন ও স্বাগতিক বক্তব্য প্রদান করেন সিরাজুল ইসলাম ফকির (ইউপি সদস্য ১৭ নং মনোহরপুর ইউপি)।
আয়োজনেঃ খাকুন্দী সর্বজনীন বা জী পৌষ কালী পূজা উদ্যাপন কমিটি। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন বাবু দেবপ্রসাদ।
পত্রিকা একাত্তর/ মোজাপ্ফার হুসাইন