ডা. এস এ মালেকের স্মরণে বেরোবিতে সভা ও দোয়া মাহফিল


বেরোবি প্রতিনিধি প্রকাশের সময় : ২০/১২/২০২২, ৫:৫৮ অপরাহ্ণ / ৩০
ডা. এস এ মালেকের স্মরণে বেরোবিতে সভা ও দোয়া মাহফিল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেকের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে শেখ রাসেল মিডিয়া চত্বর প্রাঙ্গণে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত নন্দী, সাবেক নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় এবং সভাপতি অধ্যাপক কমলেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুল হক, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী, বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর।

সভা শেষে মরহুম ডা. এস এ মালেকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব রকিব উদ্দিন।

পত্রিকা একাত্তর/ ফারহান সাদিক