নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে ‘‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’’ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন বক্তারা।
এসময় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়র রহমান, সহকারী প্রোগ্রামার শাহিনুর রহমান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রত্যেক উপজেলায় অভিবাসন দপ্তর চালু করা উচিত।
পত্রিকা একাত্তর/ সোহাগ আরেফিন