patrika71
ঢাকাবুধবার , ২ আগস্ট ২০২৩
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

চবিতে গোপন নথি ফাঁসের দায়ে পালি বিভাগের সভাপতির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

জেলা প্রতিনিধি, চট্রগ্রাম
আগস্ট ২, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নির্বাচনী বোর্ডের গোপন নথি ফাঁস ও বোর্ড চলাকালীন উপাচার্যের সাথে অসৌজন্যমূলক আচরণের দায়ে বিভাগের সভাপতি শাসনানন্দ বড়ুয়া রুপনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার তিন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত (রেজিস্ট্রার) কে এম নূর আহমদ। যেখানে আইন অনুষদের ডীন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুককে আহবায়ক করা হয়েছে। এছাড়া ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য এবং সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রুমান সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৫৪৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠিত হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিষয়টি নিয়ে কে এম নূর আহমদ বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হয়নি তবে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পত্রিকা একাত্তর/ ইসমাইল ইমন