patrika71
ঢাকাবৃহস্পতিবার , ২২ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বেরোবিতে পুসাগ এর উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি
জুন ২২, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গাইবান্ধা(পুসাগ) বেরোবি সেলের উদ্যোগে প্রথমবারের মত মধুমাস উপলক্ষে মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে। এই উৎসবে আম, জাম, কলা, লিচু, ড্রাগন ফল, তরমুজ, তালের শাঁস, লটকন, বাঙ্গী, কাঁঠাল, পেয়ারা, আপেল, আনারস সহ ছিল নানা পদের মৌসুমি ফল ছিল।

বুধবার (২১ই জুন) সন্ধ্যায় পুসাগ বেরোবি সেলের সদস্য সচিব মোশফিকুর রহমান এর তত্ত্বাবধানে ও আহ্বায়ক জামিলুর রেজা সিফাতের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের পাশে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।

বেরোবি সেলের সদস্য সচিব মোশফিকুর রহমান বলেন,পরিবার-পরিজন ছেড়ে আমরা দূরে থাকায় সকল মৌসুমি ফল খাওয়ার সুযোগ হয়না। তাই পুসাগ বেরোবি সেলের আয়োজনে এই ফল উৎসব। এছাড়া জাঙ্ক ফুড ও অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত রাখা ও পুষ্টিমান সম্পন্ন নানান ধরনের ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই ফল উৎসব সহায়ক হবে বলে মনে করি।

পুসাগের নির্বাহী সভাপতি সিহাব মন্ডল বলেন,আমরা পরিবারের বাইরে মেসে বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিংবা হলে থাকার কারনে মৌসুমি ফলগুলো বাসার মত করে খাওয়ার সুযোগ হয় না, যার ফলে এবারের মত ফল উৎসবের আয়োজন। আশা করছি প্রতিবছরই এ ধারা অব্যহত থাকবে।

অনুষ্ঠানে বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া,সাধারণ সম্পাদক শামীম মাহফুজ,সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার, বেরোবি সেলের যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন জুরাইন, সুমাইয়া আক্তার,শাকিল আহম্মেদ,কার্যকরী সদস্য-ফাতিউল ইসলাম শোভন, শোয়েব আক্তার শাকিব,রওজাতুন জান্নাত,শায়লা মুস্তাফিজ মিমু,সবুজ মিয়া,রুবেল রানা,আবু রায়হান শান্ত প্রমুখ।

পত্রিকা একাত্তর/ সাজু