বশেমুরবিপ্রবিতে চুরির ঘটনায় আটক আরো ১ চোর


বশেমুরবিপ্রবি প্রতিনিধি প্রকাশের সময় : ৩০/০৪/২০২৩, ১১:৫৪ অপরাহ্ণ /
বশেমুরবিপ্রবিতে চুরির ঘটনায় আটক আরো ১ চোর

বশেমুরবিপ্রবির ছাত্রী হল থেকে চুরির ঘটনায় আরো একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত চোরের নাম বিজু মোল্লা। তার বাড়ি গোপালগঞ্জের হরিদাসপুরে।

আজ রবিবার গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযানের পর তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গতকাল শনিবার (২৯ এপ্রিল) গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শেখ রেহানা ছাত্রী হলে চুরি করতে এসে আটক হয়েছিলেন রাকিব শেখ নামের এক চোর। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নে। আটকের সময় সে মেয়েদের পোশাক পরিহিত ছিলো। রাকিব আটক হলেও তার দুই সহযোগী পালিয়ে যায়। পরবর্তীতে সে জিজ্ঞাসাবাদে সহযোগী চোরের নাম বিজু ও বাবু বলে জানায়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় রাকিব,বিজু ও বাবুর নামে অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে প্রায় এক লক্ষ টাকার (আনুমানিক ৯০ হাজার টাকা) জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোর বাবু ও বিজু এবং রাকিব বেশকিছু মালামালসহ হাতেনাতে আটক হয়।

প্রসঙ্গত, ২৪ এপ্রিল মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে এসি চুরির চেষ্টা করে একদল দুর্বৃত্ত। এর আগে করোনাকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল থেকে ও তারও আগে ঈদের ছুটিসহ বিভিন্ন সময় লাইব্রেরি থেকে কম্পিউটার চুরি,বিভাগ থেকে কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে।

পত্রিকা একাত্তর/কে.এম. ইয়ামিনুল