নোবিপ্রবি কর্মচারীদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল


নোবিপ্রবি প্রতিনিধি প্রকাশের সময় : ১২/০৪/২০২৩, ১০:৫৪ অপরাহ্ণ /
নোবিপ্রবি কর্মচারীদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কর্মচারীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম সেলিম, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক জনাব মেজবাহ উদ্দিন পলাশ।

নোবিপ্রবি পরিবহন শাখার সিনিয়র কর্মচারী মো. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে যে কোনো বিষয়ে আমাদেরকে সংযমী হতে হবে। মাহে রমজানের শিক্ষাকে আমাদের ব্যক্তিগত জীবনেও কাজে লাগাতে হবে।

এসময় উপস্থিত অন্যান্য ব্যক্তিরাও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

পত্রিকা একাত্তর/ রাজু