বেরোবি লোক প্রশাসন বিভাগের পুরস্কার বিতরণী ও ইফতার


বেরোবি প্রতিনিধি প্রকাশের সময় : ০৫/০৪/২০২৩, ১১:৩৭ অপরাহ্ণ /
বেরোবি লোক প্রশাসন বিভাগের পুরস্কার বিতরণী ও ইফতার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) লোক প্রশাসন বিভাগের ছাত্র সংগঠন ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট সোসাইটি’ (পাসের) উদ্যোগে ইফতার মাহফিল ও পাসের নতুন কমিটির পরিচিতি পর্ব এবং পূর্বের কমিটি, বিতার্কিক ও টঙের গানের সংবর্ধনার আয়োজন করা হয়েছে ।

বুধবার (৫ এপ্রিল ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

পাসের সভাপতি কামরুল হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ, বহিরঙ্গন পরিচালক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী, লোক প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম ও নিয়াজ মাখদুম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, লোক প্রশাসন বিভাগের অফিস সহকারী, সিনিয়র, জুনিয়র, পূর্বের পাস কমিটির মেম্বার, বিতর্ক প্রতিযোগিতার সদস্য, টঙের গানের সভাপতি সহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

উল্লেখ্য যে, উকুলেলে, ঢোল, দফ, বাঁশির মিলিত অর্কেস্ট্রা আর লোকসুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মাতিয়ে তোলে টঙের গান। এবার ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে তাদের সৃষ্টিশীলতার কথা ছড়িয়ে গেল দেশময়।

সেই সাথে তারা অর্জন করল ইউএনডিপি আয়োজিত ‘ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ-২০২২’-এর চ্যাম্পিয়নের মুকুট, এবং বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ রানার আপ হওয়ার গ্রুপ অর্জন করে লোক প্রশাসন বিভাগ।

পত্রিকা একাত্তর/ ফারহান সাদিক