জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ০৫/০৪/২০২৩, ১২:১৮ পূর্বাহ্ণ /
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নীলফামারীর ডোমার উপজেলার আরাফাত সিয়াম নামের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৪ঠা এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যাকারী সিয়ামকে উদ্ধার করে তাঁর সহপাঠীরা। তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরাফাত সিয়াম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বি-ব্লকের ১১৫ নম্বর কক্ষে একা থাকতেন। সিয়াম নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি এলাকার আতিক মুহুরীর পুত্র।

সিয়ামের এক বন্ধুর সাথে কথা হলে তিনি জানান, দুপুর ও বিকালে তার রুমের সামনে গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় সন্ধ্যায় আবার এসে ডাকাডাকি করার পর কক্ষটির জানালার কাচের উপরের কাগজ সরিয়ে ভেতরে সিয়ামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সবাই। তখন দরজা ভেঙে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার পর জানা যায়, অনেক আগেই সে মারা গেছে।

উল্লেখ্য, একই দিন ভোর রাতে আরাফাত সিয়াম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যার শিরোনাম ছিল ‘অন দ্য ওয়ে টু এটারনিটি’। উদ্ধারের সময় তার পড়ার টেবিলে সাদগুরুর ‘দ্য ডেথ’ বইটি পাওয়া যায়।

পত্রিকা একাত্তর/ রিশাদ