বেরোবিতে স্বাধীনতা পরিষদের আহবায়ক কমিটি ঘোষণা


বেরোবি প্রতিনিধি প্রকাশের সময় : ০৭/০৩/২০২৩, ৯:২৮ অপরাহ্ণ /
বেরোবিতে স্বাধীনতা পরিষদের আহবায়ক কমিটি ঘোষণা

মুক্তিযুদ্ধের চেতনায় ও জাতির পিতার শেখ মুজিবুর রহমানের আর্দশে বিশ্বাসী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তাদের সংগঠন “স্বাধীনতা পরিষদের “আহবায়ক কমিটি ঘোষণা হয়েছে। নতুন কমিটির আহবায়ক অতিরিক্ত রেজিস্ট্রার আমিনুর রহমান ও আল-আমিনকে সদস্যসচিব করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (৬ মার্চ) বিকেল ৪টায় ক্যাফেটেরিয়ায় কমলেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে স্বাধীনতা পরিষদের সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যন্য সদস্য হলেন, মোঃ সামসুল হক উপ-পরিক্ষা নিয়ন্ত্রক, খন্দকার গোলাম মোস্তফা অতিরিক্ত রেজিস্ট্রার, রিয়াজুল ইসলাম উপ পরিচালক, মোঃ আমিরুল ইসলাম উপ-পরিচালক, তানজুরুল ইসলাম উপ-রেজিষ্ট্রার, এইচ এম ইকবাল উপ রেজিস্ট্রার, আতিকুর রহমান উপ রেজিস্ট্রার, আনোয়ার হোসেন সহকারী রেজিস্ট্রার, কমলেশ চন্দ্র সরকার সহকারী প্রকৌশলী, সিরাজুল ইসলাম সহকারী রেজিস্ট্রার, ওয়বাইদুর রহমান সহকারী রেজিস্ট্রার, শাহরিয়ার আকিফ সহকারী প্রকৌশলী, মনজুরুল ইসলাম সহকারী কম্পিউটার প্রোগ্রামার।

কমিটির আহবায়ক ও সদস্য সচিব বলেন, স্বাধীনতা পরিষদের সকল সদস্য মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে কর্মকর্তাদের স্বার্থ সংরক্ষণ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডে মেধা দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখবে বলে মনে করছি।

পত্রিকা একাত্তর/ ফারহান সাদিক