নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্যুরিজম ক্লাবের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মিফতাহুল হাসান সাব্বির এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সানজিদ ইসলাম।
আগামী এক বছরের কার্যনির্বাহী পরিষদের দায়িত্বে থাকবেন তারা। সোমবার (৬ মার্চ) নির্বাচন শেষে এর ফলাফল ঘোষণা করেন বিভাগের চেয়ারম্যান সোহেল মোহাম্মদ নাফি।
নবগঠিত কমিটির সভাপতি মিফতাহুল সাব্বির পত্রিকা একাত্তরকে বলেন, যেকোন ক্লাবের একটা নিজস্ব পরিকল্পনা থাকে, উদ্দেশ্য থাকে, স্বপ্ন থাকে। আমরা আমাদের কাজের মাধ্যমে সেসব কর্মকান্ড সকলের কাছে তুলে ধরবো। পর্যটন শিল্প বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের ক্লাব এই গতিশীল ক্ষেত্র সম্পর্কে আরও জানতে একটি দুর্দান্ত প্লাটফর্ম হিসেবে কাজ করবে।
পত্রিকা একাত্তর/ রাজু