নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ফের শ্রেণীকক্ষ সংকট নিরসনে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করে।
ফার্মেসী বিভাগে বর্তমানে ৫টি ব্যাচের পাঠদান চলছে। এর মধ্যে নতুন ব্যাচের ভর্তি সম্পন্ন হয়েছে৷ মোট ছয়টি ব্যাচের জন্য বিভাগটিতে কক্ষ বরাদ্দ আছে মাত্র ২ টি। দুটি কক্ষেই পাচটি ব্যাচপর শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা চলছে। এতে প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরাই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। সঠিক সময়ে কোর্স শেষ করতে না পারা, পরীক্ষাগুলো দ্রুত সম্পন্ন না করাসহ বিভিন্ন সমস্যায় ক্লাস চলছে বিভাগটির।
শিক্ষার্থীরা জানায়, বহুদিন ধরেই তারা এই ধরনের সমস্যায় ভুগছে। এর ফলে ঠিক সময়ে তাদের কোর্সগুলো শেষ হচ্ছে না পর্যাপ্ত ক্লাস না পওয়ার কারণে। এভাবে নির্দিষ্ট সময়ের কোর্স শেষ করতে পিছিয়ে যাচ্ছে তারা। আগামীকাল থেকে বিভাগে নতুন ব্যাচ আসবে তখন সপ্তাহে একদিন ক্লাস করেও বিভাগে কক্ষ পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন একাধিক শিক্ষার্থী। তারা আরো জানায়, এর আগে বেশ কয়েকবার প্রশাসন বরবার চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত কোন সমাধান পাওয়া যায়নি।
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান বলেন, আমাদের ব্যাচে মাস্টার্সসহ মোট ৬টি ব্যাচ। এর মধ্যে আগামীকাল স্নাতকের নতুন ব্যাচ আসবে। মোট ৭ টি ব্যাচের ২টি কক্ষ কোনভাবেই পর্যাপ্ত নয়। এর আগেও আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি। কিন্তু, এখন পর্যন্ত সমাধান হয়নি। আশা করি, প্রশাসন বিষয়টি দ্রুত সমাধানে কাজ করবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনিক প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে আগামী ২৮ তারিখের মধ্যে সমস্যার সমাধান করবে বলে জানায়। কিন্তু, এই আশ্বাসে শিক্ষার্থীরা রাজি না হয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন অব্যাহত রেখেছে। শিক্ষার্থীদের দাবি তারা তাৎক্ষণিক সমাধান চায়।
এর আগে ১৩ ফেব্রুয়ারিতে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের জন্য আন্দোলন করলে বিশ্ববিদ্যালয় প্রক্টরের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছিল শিক্ষার্থীরা। এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করার কথা থাকলেও কোন সমাধান না পেয়ে পুনরায় আন্দোলনে নামে বিভাগটির শিক্ষার্থীরা।
পত্রিকা একাত্তর/ রাজু