নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল বেলায় বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।
নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ,ন আইকিউএসির পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃ্ন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বর্তমান ও নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়। পরে আইসিটি সেলের উদ্যোগে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, নবীন শিক্ষার্থীদের নোবিপ্রবিতে স্বাগতম। আজ থেকে ১০১ একরে তোমাদের পথচলা শুরু হলো। সুন্দরভাবে জীবনের সবচেয়ে মূল্যবান চারটি বছর অতিক্রম করবে সবাই এই প্রত্যাশা থাকবে।
পত্রিকা একাত্তর/ রাজু