নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মকতা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নিজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও যোগ্য গ্রাজুয়েটদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করেন তারা।
ছাত্রলীগের উত্থাপিত দাবিগুলো হলো- আগামীতে সকল কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে (কমপক্ষে ৮০ শতাংশ) নিয়োগ প্রদান করা, কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের জন্য সিজিপিএ কমপক্ষে ২.৫০ করা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, নোবিপ্রবি শিক্ষার্থীদের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার জন্য বিশ্ববিদ্যালয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ দিদারুল আলম বলেন, ছাত্রলীগের স্মারকলিপি আমরা হাতে পেয়েছি। তাদের উত্থাপিত দাবিগুলো পরবর্তীতে আমরা বিবেচনায় রাখব।
পত্রিকা একাত্তর/ রাজু
আপনার মতামত লিখুন :