নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত হোসেনের লেখা প্রথম কাব্যগ্রন্থ হলো ‘তবুও বাঁচতে হবে’। সমাজে ঘটে যাওয়া নানা অপকর্মের নিশ্চুপ প্রতিবাদস্বরূপ তিনি লিখেন এই কাব্যগ্রন্থ।
মাহাবুব আলম সরকারের প্রচ্ছদে কাব্যগ্রন্থটি আগামী বইমেলায় পাওয়া যাবে বই বাজার প্রকাশনীর স্টলে। এছাড়াও বইটি পাঠকরা প্রি-অর্ডার করতে পারবে রকমারি ডটকম ও সাখাওয়াত হোসেনের ফেসবুক আইডি থেকে।
প্রথম প্রকাশিত বই সম্পর্কে লেখক বলেন, সমাজের যে অপকর্মগুলো আমার দৃষ্টিতে আটকা পড়ে যায় এবং সেই সব অপকর্মগুলোর নিশ্চুপ প্রতিবাদ আমার এই কবিতাগুলোতে।জগত আমাকে চির স্বাধীনতা দিলেও সময় আমাকে পড়িয়ে রেখেছে অদৃশ্য এক শেকল। কবিতাগুলোর মধ্যে রয়েছে অপরাধের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ, একজন ব্যর্থ প্রেমিক-প্রেমিকার অব্যক্ত কথা, শৈশবের স্মৃতি বিজড়িত অতীত ও সমাজ বাস্তবতা।
তরুণ এই লেখক আরো বলেন, এটি আমার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। আমি অনেক আনন্দিত। সবার কাছে অনুরোধ থাকবে বইটা পড়ার জন্য।
পত্রিকা একাত্তর/ রাজু
আপনার মতামত লিখুন :