হৃদয় বিশ্বাস শুভোর লেখা 'একুশের স্মরণে'

পত্রিকা একাত্তর

পত্রিকা একাত্তর

১৭ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

হৃদয় বিশ্বাস শুভোর লেখা 'একুশের স্মরণে'

একুশ হলো রক্তে কেনা

মোদের মায়ের ভাষা,

একুশ হলো রক্তে মাখা

আরও পড়ুনঃ  পরী

রাজপথের ধুলি কনা।

বাঙালি গন বীর সহসী

আরও ছিলো নির্ভয়,

একুশেতে করছে তারা

বাংলা ভাষার জয়।

আরও পড়ুনঃ  ঈদ-উল আযহা

একুশ ছিল রক্তে মাখা

সবুজ আর লাল,

বাঙালির মনে, একুশ তাই

থাকবে চিরকাল।

আরও পড়ুনঃ  বাবা

একুশ ছিল ভাই হারানো

মনের ভিতর জ্বালা,

তাদের স্মরণে গেঁথেছি আজও

নানান ফুলের মালা।

একুশ ছিল এক নদী রক্তের

বাঙালির ক্রন্দন, তাই

বাংলা থেকে মুছবে না,

শহীদের আত্মত্যাগের কথা।

একুশ ছিল সালাম, বরকত, রফিক,

শফিউল, জব্বার নামক

হারানো রক্তজবা।

পত্রিকা একাত্তর /হৃদয় বিশ্বাস শুভ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news