নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) খুলনা বিভাগীয় ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী হাসানুর রহমান সভাপতি ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী হাসিব শান্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আগামী এক বছরের জন্য নতুন এই কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি হাসানুর রহমান বলেন,খুলনা বিভাগ থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগত সকল শিক্ষার্থীদের সবধরনের সহযোগিতা ও কল্যাণে সব সময় কাজ করব আমরা।
সাধারণ সম্পাদক হাসিব শান্ত বলেন, ফোরামের আগামী সকল কাজে অগ্রজদের পরামর্শে সকল সদস্যদের একসাথে নিয়ে দায়িত্বগুলো পালন করতে চেষ্টা করব। সংগঠনটি আমাদের একটি পরিবার। পরিবারের সকল সদস্যকে সাথে নিয়ে পথ চলবো।
পত্রিকা একাত্তর/ রাজু