প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে বেরোবি শাখা ছাত্রলীগ দৃঢ়প্রত্যয় ভূমিকা পালন করবে।দেশের ঐতিহ্যবাহী ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে এবং প্রাচীনতম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া এ কথা বলেন।
তিনি আরো বলেন, “১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে, পিতা মুজিবের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন হল এই ছাত্রলীগ। আমাদের আজকের এই গৌরব ঐতিহ্য সংগ্রাম এবং সাফল্যের ৭৫ বছর, এবং বাংলাদেশ ছাত্রলীগের এবারের মূল প্রতিপাদ্য বিষয় হলো, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগ বেশি ভূমিকা রাখবে”।
এ উপলক্ষে বুধবার(৪ জানুয়ারি) দুপুর ১ টায় শেখ রাসেল মিডিয়া চত্বর হতে র্যালি বের করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এসময় র্যালিটি পার্কের মোড়, মডার্ন প্রদক্ষিণকরে র্যালিটি বঙ্গবন্ধু মুরালে এসে শেষ হয়।এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলাদেশ ছাত্রলীগ বেরোবি শাখার নেতৃবৃন্দ।বঙ্গবন্ধু মুরালে পাদদেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান শামীম, ছাত্রলীগের সহসভাপতি লুবনা হক মিমি প্রমুখ। এসময় ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বেরোবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম বলেন, “বাংলাদেশ বিনির্মাণ এ যাদের ভূমিকা আছে সেটাই হলো ছাত্রলীগ। দেশরত্ব শেখ হাসিনা, স্মার্ট বাংলাদেশ গড়ার ধারণা আমাদের মাঝে দিয়েছেন আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাব”।
সহ-সভাপতি লুবনা হক হক মিমি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের ধারনা দিয়েছেন। সে লক্ষে বেরোবি শাখা ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় ছাত্রলীগ পাশে থেকে কাজ করে যাচ্ছে”।
পত্রিকা একাত্তর/ ফারহান সাদিক
আপনার মতামত লিখুন :