বাঘায় যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৫ আগস্ট, ২০২২, ১ year আগে

বাঘায় যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন

রাজশাহীর বাঘায় বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে দিয়েযথাযোগ্য মর্যাদায়দিবসটি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত, কালো পতাকা উত্তোলন, শোক র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়।

সোমবার সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নের্তৃত্বে শোক র‌্যালি,সাড়ে ৯টায় পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। নির্বাহি অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, সহকারি কমিশনার(ভূমি) জুয়েল আহম্মেদ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল প্রমুখ।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান আসাদ, অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু,অধ্যক্ষ নছিম উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবীর, আড়ানী পৌর সভার মেয়র মুক্তার আলী, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, ডিএম বাবুল মনোয়ার, নূরমোহাম্মদ তুফান, পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেনসহ আ‘লীগ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সৈনিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন,কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, প্রকৌশলী রতন কুমার ফৌজদার, আনসার ভিডিপি অফিসার মিলন দাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।

পত্রিকাএকাত্তর /রবিউল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news