Author: উপজেলা প্রতিনিধি, নাচোল

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের প্রচারক বাবলুকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ। নাচোল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দরবেশপুর গ্রামের জনৈক মোশারফ হোসেনের ৮ শতাংশ ক্রয়কৃত জমি রয়েছে নাসিরাবাদ দুলাহার মোড়ে। প্রতারক বাবলু মোশারফ হোসেনের সেই জায়গা গত মাসে রাতের আধারে জবড় দখল করে স্থাপনা নির্মান করে। পরে মোশারফ হোসেন তার জায়গা কেন দখল করলো প্রতারক বাবলু ? এমন প্রশ্নের জবাবে বাবলু জানায় এখন এটা আমার জায়গা। তবে দুই লক্ষ টাকা চাঁদা দিলে উক্ত জায়গা দখল ছেড়ে দিবো। বাবলু ভুক্তভোগি মোশারফ হোসেনকে আরো বলেন ডিসি, ইউএনও আমার হাতে রয়েছে। চাঁদা না দিলে তোর জায়গা কোন দিনই দখল পাবি না। ঘটনার এক…

Read More