শুভ জন্মদিন চিত্রনায়িকা মৌমিতা মৌ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১২ আগস্ট, ২০২২, ১ year আগে

শুভ জন্মদিন চিত্রনায়িকা মৌমিতা মৌ

ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের চিত্রনায়িকাদের মধ্যে অন্যতম গ্ল্যামার-কন্যা মৌমিতা মৌ। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শক জনপ্রিয়তাও পেয়েছেন তিনি। 

মৌমিতার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া থানার সাভারে। আজ ১২ই আগষ্ট বাংলা চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মৌমিতা মৌ জন্মদিন। তিনি আজকের এই দিনে মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। বাংলা চলচ্চিত্রের এই গ্ল্যমারাস অভিনেত্রীর জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। 

কালাম কায়সার পরিচালিত ‘তোমার আছি তোমারই থাকব’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মৌমিতা মৌ’র। প্রথম ছবিতে চিত্রনায়ক নাদিমের সঙ্গে জুটিবদ্ধ হন। সিনেমাটি মুক্তির পরই চলচ্চিত্র-সংশ্লিষ্টদের চোখে পড়েন তিনি। এরপর রাজু চৌধুরী পরিচালিত ‘তুই শুধু আমার’ সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রে সাড়া ফেলেন এ অভিনেত্রী। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন নায়ক সাইমন সাদিক। এ ছাড়াও মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ চলচ্চিত্র দিয়ে নতুন করে আলোচনায় আসেন এই নায়িকা।

২০১৩ সালে মৌমিতা মৌ অভিনীত প্রথম সিনেমা কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকবো’ মুক্তি পায়। এরপর একে একে মুক্তি পায় রাজু চৌধুরীর ‘তুই শুধু আমার’, সায়মন তারিকের ‘মাটির পরী’, ফিরোজ খান প্রিন্সের ‘মাস্তানী’, মালেক আফসারীর ‘অন্তর্জ্বালা’ ও বদিউল আলম খোকনের ‘অন্ধকার জগৎ’। তবে মৌমিতা মৌ প্রথম অভিনয় করেন ফেরদৌস ওয়াহিদের ‘কুসুম পুরের গল্প’ সিনেমাতে

চিত্রনায়িকা মৌমিতা মৌ অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু এখনও তার অভিনীত চারটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমাগুলো হচ্ছে মিজানুর রহমান মিজানের ‘রাগী’, ‘তোলপাড়’, তাজু কামরুলের ‘রক্তাক্ত সুলতানা’ ও তাজুল ইসলামের ‘গোপন সংকেত’। এর মধ্যে ‘রক্তাক্ত সুলতানা’য় তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন। প্রায় সব সিনেমার কাজই শেষ করেছেন মৌমিতা মৌ। এখন এ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় আছে। 

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ 

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news