বরগুনা আমতলী উপজেলা পরিষদের পুকুরে রুই-কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) এ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আবু জাহের।
উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার মানজুরুল হক কাওসার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রাসেল, গুলিয়াখালীর ইউপি চেয়ারম্যান অ্যাড. মনিরুল ইসলাম (মনি) প্রমুখ।
বক্তারা বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাট-বাজার, বিভিন্ন খাল-বিল, জলাশয়ে অবৈধ কারেন্ট জাল আটক করার আহ্বান জানায়। তারা বলেন, দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। এক্ষেত্রে বিদেশি মাছ বর্জন করে দেশীয় রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে মাছের চাহিদা পূরণ করার জন্য মৎস্য চাষিদের আহ্বান জানান তারা। এ সময় নির্বাচিত বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে বিভিন্ন পোনা বিতরণ করা হয়।
পত্রিকা একাত্তর / মনিরুল ইসলাম