ডোমারে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৭ এপ্রিল, ২০২২, ১ year আগে

ডোমারে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত

‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস–২০২২। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ই এপ্রিল) সকাল ১০টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে হাসপাতাল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়, ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর বিশ্বজিৎ সাংমা, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার শরিফুল ইসলাম প্রমূখ। এছাড়া অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্য দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিষদ আলোচনা করেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সহ স্বাস্থ্য শিক্ষা প্রদানের উপরও আলোচনা করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news