বটিয়াঘাটা উপজেলা খাদ্য অধিদফতরের উদ্দ্যোগে বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ১২ স্থানীয় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস (এমপি)। এসময়ে তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। যা বাস্তব করছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা মেটাতে এবং প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রতি মণ ধানের মূল্য ১২ শত টাকা নির্ধারণ করে দিয়েছে। যে ধান বর্তমানে বাজারে প্রতি মণ ধানের মূল্য এক হাজার টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও প্রণাদনা দিয়ে সাহায্য করে যাচ্ছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদল কুমার বিশ্বাস’র স্বাগত বক্তব্যে ও উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোল্ল্যা আহম্মেদ জামান’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক।
অন্যান্যে উপস্থিত ছিলেন আমীরপুর ইউপি চেয়ারম্যান জিএম মিলন গোলদার ও বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আসাবুবুর রহমান আসাব, ,রাইচ মিল মালিক সমিতির সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম খান, মিল মালিক মোঃ রহমান, ব্যবসায়ী সমীর কুমার রায়,সত্যেন্দ্র নাথ ও প্রান্তিক কৃষকরা।
বটিয়াঘাটায় খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বোরো মৌসুমে ধান সংগ্রহ করা হবে ৫২০ মেট্রিক টন। যার প্রতি টন ধানের মূল্য সরকারি ভাবে ১২ শত টাকা এবং মিল মালিকদের কাছ চাল সংগ্রহ করা হবে ১৭ শত ১৬ মেট্রিক টন। যার প্রতি টন চালের মূল্য সরকারি ভাবে ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন।
এসময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ নুরুল আলম আসন্ন দুর্যোগ ঘূর্নিঝড় “মোখা” মোকাবেলায় সকলকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।
পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম
আপনার মতামত লিখুন :