প্রধানমন্ত্রী দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক ভাবে গড়ে তুলেছেন: এমপি শাওন

ভোলা জেলা প্রতিনিধি

৬ মার্চ, ২০২২, ২ years আগে

প্রধানমন্ত্রী দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক ভাবে গড়ে তুলেছেন: এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক ভাবে গড়ে তুলেছেন। এখন থেকে সকল শিক্ষক ও শিক্ষার্থীরা ডিজিটাল সিস্টামে হাজিরা দিবেন।

রোববার সকালে লালমোহন হাজী মোঃ নূরুল ইসলাম চৌধুরী মহা বিদ্যালয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাজী মোঃ নূরুল ইসলাম মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ নূরুল আমিন (শাজাহান) এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-এলাহী, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম), উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা। এ সময় আরও উপস্থিত ছিলেন, এমপি মহোদয়ের সহধর্মিণী ফারজানা চৌধুরী রত্না, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, পৌরসভা আওয়ামী লীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ।

নবীন বরণ উপলক্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বই ও ব্যাগ বিতরণ করেণ, এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এ-প্লাস ও এ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে পুরস্কার দেয়ার ঘোষণা দেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমীন টুলু। এছাড়াও পরবর্তীতে ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে হাজী মোঃ নূরুল ইসলাম মহা বিদ্যালয়ে একটি আধুনিক ভবন নির্মাণ করে দেয়ারও ঘোষণা দেন তিনি।

পত্রিকা একাত্তর/ নিয়াজ মাহবুদ জয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news