সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় শিলাবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিতে বোরো ধান , নানা ধরণের সবজি ও আম মুকুল ক্ষতিগ্রস্থ হয়েছে। ৩০ মার্চ২০২৩ খ্রি.( বৃহস্পতিবার ) বিকাল ৫ঃ৩০ মিনিট হইতে ৬: ০০টা পর্যন্ত শিলাবৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, বৃষ্টির সাথে শিলা পড়ে বসতঘর, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার রুপবাটি ইউনিয়নের বড় ধুনাইল এলাকায় শিলাবৃষ্টিতে বাড়ি-ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে। বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এব; বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে। ক্ষতি হয়েছে শাকসবজিরও।
রুপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামের সাকোয়াত প্রাং বলেন, ৩০ মিনিট টানা শিলা বৃষ্টি পড়ছে। ফলে এলাকার শত শত বিঘা ফসলি জমির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ’। একই গ্রামের কৃষক নুর জামাল বলেন, ‘আমার সবজি ক্ষেতের গাছ মাটিতে মিশে গেছে। আমার প্রায় লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে’।
এলাকার বয়স্ক কৃষক জাফর শেখ বলেন, বিগত ৩০ বছরে এ রকম শিলা ‘বৃষ্টি আমি দেখিনি। এলাকাবাসী বলেন,বৃষ্টি বোরো ফসলের জন্য ভালই হতো। কিন্তু পাথর (শিলা) বৃষ্টি হওয়ার ধান গাছের গজানো শীষ নষ্ট হয়ে গেছে। আমাদের এলাকার বেশিরভাগ বোরো ফসলই নষ্ট হয়ে গেছে। এখন আমরা কি খেয়ে ছেলে মেয়ে পরিবার নিয়ে থাকবো সেই চিন্তায় গলা শুকিয়ে যাচ্ছে’।
পত্রিকা একাত্তর/ ইউনুছ আলী