মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
গত ৪ ডিসেম্বর ২০২২ খ্রিঃ বিকাল ০৩:০০ ঘটিকায় রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে কৃষকদের মাঝে কৃষি যন্ত্র (পাওয়ার থ্রেসার) বিতরণ করা হয়। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় কৃষি যন্ত্র সরবরাহের নিমিত্তে চূড়ান্ত ভাবে অনুমোদিত কমিটির তালিকা ভুক্ত দুই জন কৃষকের মাঝে ২,৬০,০০০/- (দুই লক্ষ ষাট হাজার) টাকা মূল্যের দুটি কৃষি যন্ত্র (পাওয়ার থ্রেসার) বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অফিসার একেএম ফরিদুল হক। উপকার ভোগী দুই জন হলেন- বেতগাড়ী ইউনিয়নের পুটিমারী গ্রামের রাধিকা চন্দ্রের পুত্র মনি ভূষণ চন্দ্র রায় এবং কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা গ্রামের নিশি কান্তের পুত্র কৃষ্ণ কান্ত বর্মন।
উক্ত কৃষি যন্ত্র (পাওয়ার থ্রেসার) দুটি বিতরণ কালে আরোও উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা- হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার- তহিদুল ইসলাম, হাবিবুর রহমান,মামুনুর রশিদ সহ বিভিন্ন এলাকার কৃষক।
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্র (পাওয়ার থ্রেসার) দুটি পেয়ে উপকার ভোগী মনি ভূষণ ও কৃষ্ণ কান্ত বর্মন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপজেলা কৃষি অফিসারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে। তারা আরো বলেন যে,কৃষি যন্ত্র (পাওয়ার থ্রেসার) দুটির মাধ্যমে আমরা আরো সাবলম্বী হতে পারবো।
পত্রিকা একাত্তর/ আবু তালেব
আপনার মতামত লিখুন :