ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৩১ আগস্ট, ২০২২, ১ year আগে

ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার মৃত্যুবার্ষিকী আজ

ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানা ছিলেন কোটি মানুষের হৃদয়ের রাণী। সৌন্দর্যে সে ছিল অতুলনীয়। তার সময়ে প্রিন্সেস ডায়ানা ছিলেন সবচেয়ে বেশিবার ক্যামেরা বন্দি হওয়া ও সবচেয়ে জনপ্রিয় নারী। শুধু মাত্র সৌন্দর্য নয়, মানবসেবায়ও সে ছিল অনন্য সাধারণ। ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের মাঝেও ছিলেন সবচেয়ে জনপ্রিয়। তার জীবদ্দশায় সৌন্দর্য ও মানব হিতৈষী কর্মকাণ্ড ছাড়াও প্রিন্স চার্লস এর সাথে তার প্রেম, বিয়ে, পরবর্তীতে প্রিন্স চার্লস এর সাথে বিচ্ছেদ, ক্যামিলা পার্কারের সাথে প্রিন্স চার্লস এর প্রেম ইত্যাদি বিষয়ে সব সময় আলোচনায় ছিলেন।

ডায়ানার জন্ম ১৯৬১ সালের ১লা জুলাই ইংল্যান্ডে, সান্দ্রিংহ্যাম এস্টেট এর পার্ক হাউস এ। জন্মের সময় তার নাম রাখা হয় ডায়ানা ফ্রান্সিস স্পেন্সার। তার পিতা, এডওয়ার্ড জন ভিসকাউন্ট অ্যালথর্প ছিলেন ৭ম আর্ল স্পেন্সারের একমাত্র সন্তান আর মা ছিলেন ৪র্থ ব্যারন ফারময় এর কনিষ্ঠ কন্যা ফ্রান্সিস রুথ।

১৯৮১ খ্রীস্টাব্দে বিবাহের পর থেকে ১৯৯৬ খ্রীস্টাব্দে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত তাকে হার রয়াল হাইনেস দি প্রিন্সেস অফ ওয়েল্‌স বলে সম্বোধন করা হত। এর পরে রাণী দ্বিতীয় এলিজাবেথের আদেশক্রমে তাকে শুধু ডায়ানা, প্রিন্সেস অফ ওয়েল্‌স বলে সম্বোধনের অনুমতি দেয়া হয়। তার পুত্র রাজপুত্র উইলিয়াম ও হ্যারি, ব্রিটিশ মসনদের উত্তরাধিকারীদের তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়।

আন্তর্জাতিক অঙ্গনে ডায়ানার পরিচিতি ব্যাপক। তিনি দানশীলতার জন্য খ্যাত ছিলেন। কিন্তু তার এই দাতব্য কার্যক্রম ঢাকা পড়ে যায় বিভিন্ন কেলেঙ্কারীর গুজবে, যার মধ্যে ছিল তার বিয়ে সংক্রান্ত কাহিনী। চার্লসের সাথে ডায়ানার বিয়ে সুখে-শান্তিতে কাটেনি। নব্বুইয়ের দশকে ডায়ানার পরকীয়া প্রেমের কাহিনী সারা বিশ্বের পত্র-পত্রিকায় ছড়িয়ে পড়ে। চার্লসের বিশ্বাসঘাতকতাসহ নানা কারণে অবশেষে ১৯৯৬-এ তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

১৯৯৭ খ্রীস্টাব্দে ৩১শে আগষ্ট ফ্রান্সের প্যারিস শহরে ডায়ানা ও তার তখনকার প্রেমিক দোদি ফায়েদ এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন। আজ এই অভিনেত্রী মৃত্যুবার্ষিকী।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news