শুভ জন্মদিন শ্রদ্ধা আর্য

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৭ আগস্ট, ২০২২, ১ year আগে

শুভ জন্মদিন শ্রদ্ধা আর্য

শ্রদ্ধা আর্য হলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি ম্যায় লক্ষ্মী তেরে অঙ্গন কি, তুমহারি পাখি এবং ড্রিম গার্লের মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়াও তিনি পাঠশালা এবং নিঃশব্দের মতো চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি টিভিএস স্কুটি, পেয়ার্স এবং জনসন অ্যান্ড জনসনের মতো বিজ্ঞাপনের প্রধান মুখ ছিলেন। ২০১৭ সাল হতে, জি টিভিতে প্রচারিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক কুণ্ডলী ভাগ্যতে ড. প্রীত অরোরার চরিত্রে অভিনয় করেছেন।

আজ এই অভিনেত্রী ৩৫ তম জন্মদিন। আর্য ১৯৮৭ সালের ১৭ই আগস্ট তারিখে ভারতের নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেছেন। তিনি মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ২০০৫ সালে, তিনি গ্ল্যামার দুনিয়ায় নিজের কর্মজীবন গড়ার জন্য মুম্বই চলে যান।

জি টিভির প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান, ইন্ডিয়া'স বেস্ট সিনেস্টারস কি খোঁজএর মাধ্যমে আর্য তাঁর কর্মজীবন শুরু করেছিলেন যেখানে তিনি প্রথম রানার-আপ হয়েছিলেন।

২০০৬ সালে অভিনেতা-পরিচালক এস জে সূর্যের বিপরীতে তামিল চলচ্চিত্র কালভানিন কাধালিতে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জগতে পদার্পণ করেন। অতঃপর, রাম গোপাল বর্মা পরিচালিত নিঃশব্দে ছবিতে অভিনয় করার মাধ্যমে বলিউডে তাঁর অভিষেক হয়। তিনি শাহিদ কাপুর অভিনীত চলচ্চিত্র পাঠশালাতে অভিনয় করেছেন।

তিনি একই সাথে তেলুগু চলচ্চিত্র জগতেও কাজ করেছেন; যেখানে তিনি বৈভব রেড্ডির বিপরীতে গোদাভা চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত তেলুগু চলচ্চিত্রের মধ্যে অন্যতম হচ্ছে কোঠী মুকা এবং রোমিও। তিনি তামিল চলচ্চিত্র কালভানিন কাধালিতে অভিনয় করেছিলেন। তিনি কন্নড় এবং মালয়ালম এই দুই ভাষার চলচ্চিত্রেই অভিনয় করেছেন৷

২০১১ সালে, আর্য ম্যায় লক্ষ্মী তেরে অঙ্গন কি-তে অভিনয়ের মাধ্যমে ভারতীয় টেলিভিশন ধারাবাহিকে আত্মপ্রকাশ করেছিলেন। অতঃপর ২০১৩ সালে, তিনি লাইফ ওকেতে সম্প্রচারিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক তুমহারি পাখিতে অভিনয় করেছেন; উক্ত ধারাবাহিকে তিনি পাখি শেখাওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ড্রিম গার্ল - এক লড়কি দিওয়ানি সি-তে আয়েশা চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন।

ড্রিম গার্ল - এক লড়কি দিওয়ানি সি এবং তুমহারি পাখি ধারাবাহিকে তিনি তাঁর অভিনয়ের জন্য বেশ কয়েকটি পুরস্কার লাভ করেছেন; যার মধ্যে "সেরা নেতিবাচক অভিনেত্রী" বিভাগে ভারতীয় টেলি পুরস্কার, "সেরা জুটি" বিভাগে জি গোল্ড পুরস্কার, লাইফ ওকে "মাসের সেরা অভিনেত্রী" এবং ২০১৬ উইমেন অ্যাচিভার্স পুরস্কার অন্যতম। আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news