স্বামী হত্যার বিচারের দাবীতে স্ত্রী'র সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর

১৩ জুলাই, ২০২২, ১ year আগে

স্বামী হত্যার বিচারের দাবীতে স্ত্রী'র সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২২ সালের মার্চ মাসে একটি মৃত্যুর ঘটনাকে হত্যা দাবি করে হত্যাকারীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে নিহত ব্যক্তির পরিবার। বুধবার দুপুর ১২ টায় স্থানীয় ডাকবাংলো চত্ত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত রাব্বানীর দ্বিতীয় স্ত্রী সেরিনা বেগম। লিখিত বক্তব্যে বলা হয় গত ১৫ মার্চ দিবাগত রাতে আমার স্বামীর প্রথম স্ত্রী মাবিয়া বেগম তার সহযোগীদের নিয়ে ঘুমের ঘোরে আমার স্বামীকে গলা টিপে হত্যা করে।

তাকে হত্যা করার পূর্বে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে তাকে অচেতন করা হয়। লিখিত বক্তব্যে আরও বলা হয় মাবিয়া বেগম স্থানীয় নাসিরুল ও শফিকুল সহ কয়েকজনের সাথে পরকীয়ায় জড়িত থাকার ঘটনা জানাজানি হওয়ায় তা চাপা দিতে প্রেমিকদের সহযোগিতায় মাবিয়া আমার স্বামীকে হত্যা করে।

আমি এ হত্যার বিচার চেয়ে পুলিশের কাছে গেলেও মামলা গ্রহণ না করায় চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা দায়ের করি। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর মামলাটি গ্রহনযোগ্য না হওয়ায় তা খারিজ করে দেন।

এখন আমি উচ্চ আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। সংবাদ সম্মেলনে নিহত ব্যক্তির প্রথম স্ত্রীর ছেলে সাগর ও নিকট আত্মীয় রহমত উপস্থিত ছিল। সাগর এক প্রশ্নের জবাবে তার পিতৃহত্যার বিচার চান।

পত্রিকাএকাত্তর /ইয়াহিয়া খান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news