ডোমারে জনশুমারির আওতায় ভাসমান ও ছিন্নমূল গণনা শুরু

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৫ জুন, ২০২২, ১ year আগে

ডোমারে জনশুমারির আওতায় ভাসমান ও ছিন্নমূল গণনা শুরু
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর আওতায় শুমারি রেফারেন্স পয়েন্টে ভাসমান ও ছিন্নমূল গণনা কার্যক্রমের উদ্বোধন করলেন ডোমার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল বারী।

“জনশুমারি আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে শুমারি রেফারেন্স পয়েন্টে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারীগণের ভাসমান/ছিন্নমূল গণনা কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৫ই জুন) রাত ১২টা ০১ মিনিটে ডোমার রেলওয়ে স্টেশন এলাকায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র আয়োজনে পূর্ব নির্ধারিত জনশুমারির প্রথম প্রহরে অর্থাৎ শুমারি রেফারেন্স পয়েন্টে ভাসমান ও ছিন্নমূল গণনা কার্যক্রমের উদ্বোধন করেন—ডোমার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল বারী।

এসময় ডোমার উপজেলা পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাগণ, ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ, জনশুমারি ও গৃহগণনা ২০২২ কার্যক্রমের জোনাল অফিসার, সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী সহ স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন হওয়ার সাথে সাথে ডোমার উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজারে একযোগে শুরু হয়েছে শুমারি রেফারেন্স পয়েন্টের ভাসমান ও ছিন্নমূল গণনা কার্যক্রম। যা সকাল ৬টা অব্ধি চলমান থাকবে।

উল্লেখ্য, আজ ১৫ই জুন থেকে আগামী ২১শে জুন সপ্তাহব্যাপী চলবে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর আনুষ্ঠানিক কার্যক্রম। জনশুমারি উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভায় সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী নিয়োগ করে তাদের প্রশিক্ষণ প্রদান করেছে উপজেলা প্রশাসন।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news