ডোমারে ‘নিরাপদ মাতৃত্ব দিবস’ পালিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৯ মে, ২০২২, ১ year আগে

ডোমারে ‘নিরাপদ মাতৃত্ব দিবস’ পালিত

‘মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্যকেন্দ্রে হবে যেতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘নিরাপদ মাতৃত্ব দিবস’।

শনিবার (২৮শে মে) সকালে দিবসটি উপলক্ষ্যে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে হাসপাতাল এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায় এসে মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীনের সঞ্চালনায় এসময় নিরাপদ মাতৃত্ব বিষয়ক আলোচনা করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবুল আলা, সহকারী ডেন্টাল সার্জন ডা. রুবিনা আফরোজ, ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মো. শরিফ আহমেদ শাহ্, ল্যাম্ব স্কোর প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর বিশ্বজিৎ সাংমা প্রমূখ।

উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা মা ও শিশুর নিরাপদ মাতৃত্ব সেবার জন্য আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়’র কাছে ল্যাম্ব স্কোর প্রকল্পের পক্ষ থেকে একটি অক্সিজেন সিলিন্ডার উপহার দেন প্রকল্পটির টেকনিক্যাল কো-অর্ডিনেটর বিশ্বজিৎ সাংমা। এসময় হাসপাতালে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, মিডওয়াইফ ও সিনিয়র স্টাফ নার্সগণ উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news