অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক উদ্যোগ

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০২২, ১ year আগে

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক উদ্যোগ

''রমজান ও ঈদের খুশি, পৌঁছে যাক বাড়ি বাড়ি'' এই স্লোগানকে সামনেরেখে ইয়ং ইনোভেটরস বাংলাদেশ তাদের ''প্রোজেক্ট সহানুভূতি ২০২২'' এর কাজ সম্পন্ন করেছে।

রমজানের মর্মার্থ সকলের কাছে পৌছে দিতে এবং রোজাদারের কষ্ট লাঘবে 'প্রজেক্ট সহানুভূতি'র মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের ইফতার করানো হয়। পাশাপাশি আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর এ আনন্দ উৎসব উদযাপনের জন্য অসহায় পরিবারের মাঝে ঈদ ফুড প্যাকেজ বিতরণ করা হয়।মানবসেবার এই মহৎ উদ্যোগে সহযোগিতা করে সংগঠনটির সেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ীগণ।

'প্রজেক্ট সহানুভূতি'র আয়োজক Young Innovators Bangladesh এর সূত্রে জানা যায় যে, তারা প্রায় ৫৫,৭২৫/- টাকা অনুদান সংগ্রহ করে যার মাধ্যমে শতাধিক মানুষকে ইফতার করানো এবং অর্ধশতাধিক পরিবারকে "ঈদ ফুড প্যাকেজ" বিতরণ করা হয়।

প্রজেক্ট চেয়ারম্যান ও সংগঠনটির সাধারণ সম্পাদক তানভীর মোরসালীন শাফিন জানান, "রমজান মাস এর মুল লক্ষ্য হলো আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি অর্জন। আর আমরা জানি, মানবসেবা হচ্ছে সন্তুষ্টি অর্জনের বড় একটি মাধ্যম। তাই আমরা উদ্যোগ নিয়েছি অসহায় মানুষদের ইফতার করানো এবং দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের।"

প্রজেক্ট সহানুভূতি এর মাধ্যমে ঢাকার ফায়জুল উলুম মাদরাসা'র প্রায় শতাধিক শিক্ষার্থীদের ইফতার করানো হয় এবং সেচ্ছাসেবীদের মাধ্যমে সাভার এর কাউন্দিয়া, চট্টগ্রাম এবং রাজশাহীর অর্ধশত পরিবারকে ঈদ সামগ্রী প্রদান দেওয়া হয়।

সংগঠনের জাতীয় কমিটির সভাপতি মোঃ সাফফাত হোসেন বলেন, "প্রজেক্ট সহানুভূতি এর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করা হয়েছে। আমরা আশা রাখি, এমন উদ্যোগ সর্বদা চলমান থাকবে। আমরা আরও বিশ্বাস করি, আমাদের সমাজের সকলেই যদি এগিয়ে আসে,তবে আমাদের দেশ থেকে ক্ষুধামুক্তি ঘটবে এবং জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিতে বাংলাদেশ একধাপ এগিয়ে যেতে পারবে"

বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য তথা এসডিজি নিয়ে।প্রজেক্ট সহানুভূতি যার মধ্যে লক্ষ্যমাত্রা ২ এবং ৩ এর অন্তর্গত।উল্লেক্ষ্য যে, ইয়ং ইনোভেটরস বাংলাদেশ একটি সেচ্ছাসেবী,সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। ২০১৮সালে প্রতিষ্ঠার পর থেকে সামাজিক বিভিন্ন কাজে নিজেদের অংশগ্রহণ ও যুব সমাজকে দেশপ্রেমে উদ্ভুদ্ধ করে আসছে।

পত্রিকা একাত্তর /অপূর্ব চক্রবর্তী

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news