patrika71 Logo
ঢাকাসোমবার , ৮ নভেম্বর ২০২১
 1. অনুষ্ঠান
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আন্দোলন
 7. আবহাওয়া
 8. ইভেন্ট
 9. ইসলাম
 10. কবিতা
 11. করোনাভাইরাস
 12. কৃষি
 13. খেলাধুলা
 14. চাকরী
 15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিগারেটের আগুনে দোকান ভস্মীভূত

পত্রিকা একাত্তর ডেস্ক
নভেম্বর ৮, ২০২১ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ad

নড়াইল জেলার কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজারে তুলা ব্যবসায়ী মোঃ আলমগীর বিশ্বাসেরর দোকান আলম বেডিং আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৬ টার সময় সিগারেটের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এই ঘটনা ঘটে৷

জানা গেছে, মোঃ আলমগীর বিশ্বাস (৪২) চাঁচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোঃ আব্বাস আলীর ছেলে। তিনি প্রায় ২ বছর যাবত এ ব্যবসা পরিচালনা করছেন। চাঁচুড়ী বাজারে খান মসজিদের নিচতলার ফ্লোরটি ভাড়া নিয়ে তার ব্যবসা পরিচালনা করতেন। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস নড়াইল সদর’কে মোবাইল ফোনে বিষয়টি জানালে ফায়ার সার্ভিস দ্রুত সেখানে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরো পড়ুনঃ  ফিলিপাইনে ৮৫ যাত্রী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, এখন পর্যন্ত নিহত ১৭

ভুক্তভোগী মোঃ আলমগীর বিশ্বাস বলেন, আমি মাত্র ২ মাস হচ্ছে আশা ফাউন্ডেশন, চাঁচুড়ী শাখা থেকে লোন নিয়ে দোকানে মালামাল তুলেছি। আমার ব্যবসা একে বারেই শেষ হয়ে গেল আমার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে এতে আমি নিংস্ব প্রায়৷

ভুক্তভোগীর চাচতো ভাই এবং এলাকাবাসীরা বলেন, মোঃ আলম দীর্ঘদিন যাবত সুনামের সাথে তার ব্যবসা পরিচালনা করে অাসছে। গত কয়েকদিন আগেই অনেক টাকার তুলা দোকানে এনেছে। আজ হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে এতে তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে৷

আরো পড়ুনঃ  দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি ডুবলো আমানত শাহ

ফায়ার সার্ভিস কর্মকর্তা, মোঃ মাসুদ রানা (স্টেশন অফিসার) বলেন, ফোন পাওয়া মাত্রই অামরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে অানি। তুলায় আগুন লাগায় দোকানের প্রায় সবকিছু পুড়ে গেছে। আগুন লাগার বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং এলাকাবাসীদের বক্তব্য সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটেছে।

মোঃ খালিদ হোসাইন, নড়াইল সদর উপজেলা প্রতিনিধি।