কৃষকের মাঝে কম্বাইন্ড হার্ভেস্টর বিতরণ করলো সরকারি সহায়তায়

নেত্রকোণা জেলা প্রতিনিধি

৬ এপ্রিল, ২০২২, ২ years আগে

কৃষকের মাঝে কম্বাইন্ড হার্ভেস্টর বিতরণ করলো সরকারি সহায়তায়

কৃষি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মুল হাতিয়ার। কৃষিনির্ভর নেত্রকোণা জেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় ভর্তূকিমূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজি মোঃ আবদুর রহমান আজ ০৬/০৪/২০২২ তারিখ সকালে নেত্রকোণা সদর উপজেলা পরিষদ চত্বরে একজন কৃষকের হাতে কম্বাইন্ড হার্ভেস্টর মেশিনের চাবি (ধান কাটার মেশিন) তুলে দিয়ে কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

এ মৌসুমে সদর উপজেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় ১০টি কম্বাইন হার্ভেস্টর বরাদ্ধ হয়েছে। পর্যায়ক্রমে তা কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী কমিশনার(ভূমি), উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকবৃন্দ।

পত্রিকা একাত্তর/ মোঃ খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news