সিআইডির সহযোগিতায় ডোমারে পরিচয়হীন মৃত নারীর পরিবারের সন্ধান পেয়েছে পুলিশ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২০ মার্চ, ২০২২, ২ years আগে

সিআইডির সহযোগিতায় ডোমারে পরিচয়হীন মৃত নারীর পরিবারের সন্ধান পেয়েছে পুলিশ

নীলফামারীর ডোমারে সিআইডি রংপুর ক্রাইমসিনের সহযোগিতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী পরিচয়হীন নারীর পরিবারের সন্ধান পেয়েছে ডোমার থানা পুলিশ।

শনিবার (১৯শে মার্চ) সকালে সিআইডি রংপুর ক্রাইমসিনের একটি টিম নীলফামারী সদর হাসপাতালে এসে মর্গে থাকা পরিচয়হীন নারীর আঙ্গুলের ছাপ সংগ্রহ করে তার ঠিকানা নিশ্চিত করে। মৃত নারী দিনাজপুর সদর উপজেলার খামার ঝাড়বাড়ী এলাকার রামচন্দ্র চৌহান ও মৃত আরতি চৌহানের কন্যা লক্ষ্মী চৌহান। সেই সুত্রে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে মৃত লক্ষ্মী চৌহানের স্বামীর নাম নিত্যানন্দ চৌহান।

বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করে ডোমার থানার এসআই (তদন্ত কর্মকর্তা) লুৎফর রহমান বলেন, পরিবারের লোকদের সাথে কথা হয়েছে, তারা লাশ গ্রহণের জন্য ডোমারের উদ্দেশ্য রওনা দিয়েছেন। তারা ডোমার পৌঁছালেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, ডোমারের এক সাংবাদিকের খবরে গত ১৪ মার্চ অসুস্থ্য অবস্থায় রাস্তার পাশে পরে থাকা ডোমার কনিকা সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এটিএম গোলাম মোস্তফা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। মেডিকেল রেজিস্টার খাতায় তার নাম লক্ষ্মী, স্বামী নিজ ও কুমারপাড়া ঠাকুরগাঁও লেখা ছিলো। চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৮ মার্চ বিকালে তিনি মৃত্যুবরণ করেন। স্বজন না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র দায়িত্বরত চিকিৎসক ডোমার থানায় অবগত করলে বিকালে পরিচয়হীন নারীর মৃতদেহ উদ্ধার করে। পরে মেডিকেলের রেজিস্টারে লেখা ঠিকানা অনুযায়ী ঠাকুরগাঁও থানাসহ বিভিন্ন জায়গায় পরিবারের সন্ধান করেন পুলিশ।পরিবারের সন্ধান না পেয়ে শনিবার ১৯ মার্চ জেলা মর্গে পিএম শেষে মৃত নারীর আঙ্গুলের ছাপ সংগ্রহ করে রংপুর সিআইডি’র ক্রাইমসিন। সেখানে তার পরিচয় ও ঠিকানা শনাক্ত হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news