আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম' ১১ মার্চ মুক্তি পাবে মালয়েশিয়ায়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৬ মার্চ, ২০২২, ২ years আগে

আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম' ১১ মার্চ মুক্তি পাবে  মালয়েশিয়ায়

মিশন এক্সট্রিম হল একটি বাংলাদেশি চলচ্চিত্র যেটিতে, অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান সহ আরো অনেকে। চলচ্চিত্রটির মাধ্যমে মিস বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীর চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটবে।

বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ মাতিয়ে বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ এবার মুক্তি পেতে যাচ্ছে মালয়েশিয়ায়। আগামী ১১ মার্চ থেকে পুলিশ অ্যাকশন থ্রিলারটি কুয়ালালামপুরের টিজিভি সিনেমাস ও কেএলসিসি’তে প্রদর্শিত হবে। পর্যাক্রমে দেশটির আরো সিনেমা হলে এটি মুক্তি পাবে বলে জানিয়েছে মালয়েশিয়ায় 'মিশন এক্সট্রিম'র পরিবেশক বঙ্গজ ফিল্মস।

প্রতিষ্ঠানটির কর্ণধার তানিম আল মিনারুল মান্নান বলেন, ‘মিশন এক্সট্রিম’ দিয়েই মালয়েশিয়াতে নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শনের যাত্রা শুরু হলো। এই দেশে বসবাসকারী বাংলাভাষীদের অংশগ্রহণ পেলে এখন থেকে প্রতি মাসেই মালয়েশিয়ার বিভিন্ন সিনেমা হলে আমরা জনপ্রিয় বাংলা সিনেমাগুলো প্রদর্শনের ব্যবস্থা করব।

তিনি আরো জানান, সিনেমাটি প্রদর্শনের সময়সূচি এবং টিকেট পাওয়া যাবে এই ওয়েবসাইটে https://www.tgv.com.my ।

ঢাকা অ্যাটাক (২০১৭) এর ব্যাপক সাফল্যের পর ২০১৮ সালের ডিসেম্বর মাসে সানী সানোয়ার পুলিশি ঘরনার অ্যাকশন থ্রিলার নির্মাণের কথা সংবাদমাধ্যমকে জানান। তিনি আরো জানান যে, চলচ্চিত্রটির মুখ্য ভূমিকায় অভিনয় করবেন আরেফিন শুভ এবং চলচ্চিত্রটির চিত্রগ্রহণ ২০১৯ সালের মার্চ মাস থেকে শুরু হবে। এরপর চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য একে একে যুক্ত হন জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন, তাসকিন রহমান, সাদিয়া আন্দালিব নাবিলাসহ আরো অনেকে।

গত ৩ ডিসেম্বর বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়া মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news