গুরুদাসপুরে বর্ণিলভাবে পালিত হল বসন্ত উৎসব

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

৪ মার্চ, ২০২২, ২ years আগে

গুরুদাসপুরে বর্ণিলভাবে পালিত হল বসন্ত উৎসব

নাটোরের গুরুদাসপুরে নানা আয়োজনের মাধ্যমে বরণ করা হয়েছে ঋতুরাজ বসন্তকে। এ উপলক্ষে গুরুদাসপুর উপজেলা স্মৃতিসৌধ চত্বরে বর্ণিল বসন্ত বরণের আয়োজন করে উপজেলা প্রশাসন।

শুক্রবার বিকেল পাঁচটায় উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, সহকারী কমিশনার (ভূমি)মো. আবু রাসেল। এতে সভাপতিত্ব করেন মো. তমাল হোসেন।

উৎসবের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তরুণ সংগীতশিল্পী মইনুল হোসেনের সঞ্চালনায় বসন্তের গান নিত্য ও প্রেমের কবিতায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি। বাগাতিপাড়া উপজেলার তাথৈ নৃত্যকলা একাডেমি শিল্পীরা নাচের তালে নেচে তুলে সবাইকে। সঙ্গীত পরিবেশন করেন মন্দিরা কর্মকার, আনজাম হোসেন, আগতা হোসেন, বাউল ফকির ইমান আলী এবং রাজশাহীর অতিথি শিল্পী সুজন চক্রবর্তী ও নুরুন্নাহার দোলন।

হলুদ আর লাল হলুদ মিশ্রিত সাজে সেজেছিলেন অনেকেই। গান ও নিত্তে জমে ওঠে বসন্ত বরণ উৎসব। বিশেষ করে বরুন দাসের তবলা আলামিনের অক্টোপ্যাড ও তাহেরের কিবোর্ডের বাজনার ঝংকার অনুষ্ঠানের সবাইকে মনমুগ্ধকর করে তুলে। ভালোবাসাকে চিরঞ্জীব করে রাখতেই যেন ইউএনও তমাল হোসেন গুরুদাসপুরে আয়োজন করেন বসন্ত বরণ উৎসবের। এমন মধুর আয়োজনের ঘ্রাণ থাকবে অনেকদিন। অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পত্রিকা একাত্তর/ মোঃ সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news