ডোমারে এলাকাবাসীর সাথে নালা খনন করলেন ইউপি চেয়ারম্যান

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৮ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে এলাকাবাসীর সাথে নালা খনন করলেন ইউপি চেয়ারম্যান

নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের দেওনাই নদীর পাড়ের নিম্নাঞ্চল প্লাবন রোধকল্পে এলাকাবাসীর সাথে নালা খনন করলেন ইউপি চেয়ারম্যান মো. রাসেল রানা।

সোমবার (৭ই ফেব্রুয়ারী) সকালে হরিণচড়া ইউনিয়নের দেওনাই তীরবর্তী ধরধরা পানি ব্যবস্থাপনা সমিতির উদ্যোগে নালা খননে স্বেচ্ছায় এগিয়ে এসেছেন ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা। নিজেই কোদাল নিয়ে নালা খননে নেমে পড়েছেন এলাকাবাসীর সাথে।

এসময় জনপ্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন—১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. আইজুল ইসলাম ও ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. মাহবুবুর রহমান।

স্থানীয়রা জানান, গত চার দশক ধরে ধরধরা এলাকাটি স্বল্প বৃষ্টিতেই প্লাবিত হয়। নিচু ভূমি হওয়ায় কৃষিকাজে প্রচুর ভোগান্তি পোহাতে হয়। বর্তমানে বোরো মৌসুমে আবাদ করার সময় গত দুই দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে এই নিম্নাঞ্চলটি। পূর্বের কোনো জনপ্রতিনিধি ধরধরা পানি ব্যবস্থাপনার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। নবনির্বাচিত চেয়ারম্যানকে জানাতেই তিনি নিজেই কোদাল ধরেছেন আমাদের সাথে। আমরা এতে খুব খুশি ও আনন্দিত।

১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রাসেল রানা বলেন, এই এলাকাটির উপর নির্ভর করে ২টি গ্রামের মানুষের ভাগ্য। বর্ষায় এলাকাটি পানির নিচে তলিয়ে যায়। এতে বিপাকে পড়ে কৃষকেরা। মূলত পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করার জন্য ধরধরা’র এই নালাটি এলাকাবাসীর প্রচেষ্টায় পুনঃখনন করা হচ্ছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news